০৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

যশোরে আওয়ামী লীগ নেতা ‘কালা সাইদ’ আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৫৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৫০৬

যশোরে পুলিশের বিশেষ চিরুনি অভিযান ‘ডেভিল হান্ট ফেজ-২’-এর ধারাবাহিকতায় এবার আটক হয়েছেন শহর আওয়ামী লীগের আলোচিত নেতা আবু সাইদ ওরফে কালা সাইদ। বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালি থানা পুলিশ তাকে আটক করে।

যশোর জেলা জুড়ে চলমান অপরাধ দমনমূলক বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর দ্বিতীয় পর্যায়ে কালা সাইদকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মোমিনুল হক।
পুলিশের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে তিনি বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ জানান, আটকের পর তাকে বর্তমানে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, যশোর জেলা পুলিশের ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে গত তিন দিনে জেলা জুড়ে অর্ধশতাধিক রাজনৈতিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। জেলা পুলিশ স্পষ্ট জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই অভিযান আরও জোরালোভাবে অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

যশোরে মাদকের পৃথক চার অভিযানে গ্রেপ্তার ৪: ইয়াবা ও গাঁজা উদ্ধার

যশোরে আওয়ামী লীগ নেতা ‘কালা সাইদ’ আটক

আপডেট: ০৮:৫৪:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

যশোরে পুলিশের বিশেষ চিরুনি অভিযান ‘ডেভিল হান্ট ফেজ-২’-এর ধারাবাহিকতায় এবার আটক হয়েছেন শহর আওয়ামী লীগের আলোচিত নেতা আবু সাইদ ওরফে কালা সাইদ। বৃহস্পতিবার বিকেলে কোতোয়ালি থানা পুলিশ তাকে আটক করে।

যশোর জেলা জুড়ে চলমান অপরাধ দমনমূলক বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট’-এর দ্বিতীয় পর্যায়ে কালা সাইদকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মোমিনুল হক।
পুলিশের দাবি, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে তিনি বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ জানান, আটকের পর তাকে বর্তমানে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, যশোর জেলা পুলিশের ‘ডেভিল হান্ট ফেজ-২’ অভিযানে গত তিন দিনে জেলা জুড়ে অর্ধশতাধিক রাজনৈতিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। জেলা পুলিশ স্পষ্ট জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই অভিযান আরও জোরালোভাবে অব্যাহত থাকবে।