নিরাপত্তা শঙ্কা কাটিয়ে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি) আবারও তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার সকাল থেকে আবেদনকারীরা নিয়মিতভাবে তাদের আবেদন জমা দিতে পারছেন।
* জরুরি ঘোষণা: গত বুধবার (১৭ ডিসেম্বর) নিরাপত্তা পরিস্থিতির অবনতির কথা উল্লেখ করে দুপুর ২টা থেকে সাময়িকভাবে ভিসা কেন্দ্রটি বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল ভারতীয় হাইকমিশন।
* স্লট পুনর্বিন্যাস: বুধবার যাদের ভিসা জমা দেওয়ার অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের জন্য হাইকমিশন থেকে পরবর্তীতে নতুন সময় বা স্লট নির্ধারণ করে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে কিছুটা টানাপোড়েন লক্ষ্য করা যাচ্ছে। দুই দেশের হাইকমিশনারদের পাল্টাপাল্টি তলবের ঘটনার পর কূটনৈতিক এই উত্তেজনার মধ্যেই নিরাপত্তার বিষয়টি সামনে আসে। তবে এক দিন বন্ধ থাকার পরই পুনরায় কার্যক্রম শুরু হওয়ায় ভিসা প্রত্যাশীদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।
বর্তমানে যমুনা ফিউচার পার্কের ভিসা সেন্টারে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং স্বাভাবিক নিয়মেই কার্যক্রম পরিচালিত হচ্ছে।
০১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
শিরোনাম:
পুনরায় চালু হলো যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা সেন্টার
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:৫১:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
- ৫০৬
সর্বাধিক পঠিত




















