০৩:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

যশোরে ছুরিকাঘাতে নিহত ১

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
  • ৫১১

যশোর সদর উপজেলার নওয়াপাড়ার পাগলাদাহ গ্রামে ছুরিকাঘাতে শহিদ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানা গেছে।
নিহত শহিদ পাগলাদাহ গ্রামের বাসিন্দা এবং বছিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাগলাদাহ এলাকায় শহিদের বাড়ির সামনের ‘রহমানের দোকানের মোড়’ নামক স্থানে একই গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। ধারণা করা হচ্ছে, পূর্বের কোনো দ্বন্দ্বের জের ধরে এই বাক-বিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে উত্তেজিত যুবকরা শহিদকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে এবং সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহত শহিদের বাবা তাঁকে দ্রুত উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শহিদকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনেরা সন্দেহ করছেন, একই গ্রামের পিয়াস (২৪), আলিফ (১৮), ইরান (২৪) এবং রিয়াজ (২৫) এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। ঘটনার পর থেকেই অভিযুক্ত চার যুবক পলাতক রয়েছে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। পুলিশের একাধিক দল ঘটনাস্থলে কাজ করছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বাধিক পঠিত

শহীদ বুদ্ধিজীবী দিবস: শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে জাতি

যশোরে ছুরিকাঘাতে নিহত ১

আপডেট: ০৬:০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

যশোর সদর উপজেলার নওয়াপাড়ার পাগলাদাহ গ্রামে ছুরিকাঘাতে শহিদ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানা গেছে।
নিহত শহিদ পাগলাদাহ গ্রামের বাসিন্দা এবং বছিরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাগলাদাহ এলাকায় শহিদের বাড়ির সামনের ‘রহমানের দোকানের মোড়’ নামক স্থানে একই গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। ধারণা করা হচ্ছে, পূর্বের কোনো দ্বন্দ্বের জের ধরে এই বাক-বিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে উত্তেজিত যুবকরা শহিদকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে এবং সঙ্গে সঙ্গেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহত শহিদের বাবা তাঁকে দ্রুত উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শহিদকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনেরা সন্দেহ করছেন, একই গ্রামের পিয়াস (২৪), আলিফ (১৮), ইরান (২৪) এবং রিয়াজ (২৫) এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। ঘটনার পর থেকেই অভিযুক্ত চার যুবক পলাতক রয়েছে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। পুলিশের একাধিক দল ঘটনাস্থলে কাজ করছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।