যশোরের শার্শা উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে আইন-শৃঙ্খলা ও চোরাচালান নিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টায় অনুষ্ঠিত এই সভায় সীমান্ত এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং চোরাচালান, স্বর্ণ পাচার, ও মাদক প্রতিরোধ নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ।
সভায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশগামী পাসপোর্ট যাত্রীদের সঙ্গে প্রতারণার বিষয়টি। আলোচনা থেকে উঠে আসে:
ভোর ৩টা থেকে দূরপাল্লার বাসগুলো যাত্রী নামিয়ে দিলেও প্যাসেঞ্জার টার্মিনাল সকাল সাড়ে ৬টার আগে খোলা হয় না। যাত্রীদের এই দীর্ঘ সময় ফুটপাতে দাঁড়িয়ে থাকতে হয়। এই সুযোগে প্রতারক ও সিন্ডিকেট চক্র যাত্রীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে।
বন্দর কর্তৃপক্ষ যাত্রীপ্রতি ৬০ টাকা সেবা ফি গ্রহণ করলেও যাত্রীসেবার মানে এখনো নানা ঘাটতি রয়েছে বলে জানানো হয়।
সভায় এসব প্রতারক চক্রকে চিহ্নিত করা এবং প্রতারণা বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর জোর দেওয়া হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নিয়াজ মাখদুম, শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন, বেনাপোল পোর্ট থানার (ওসি) আশরাফ, উপজেলা পিআইও শাহরিয়ার মাহমুদ রনজু, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান-ই-গুলশান ববিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ। এছাড়াও, সকল ইউপি চেয়ারম্যান, প্রশাসক এবং বিজিবি ক্যাম্প কমান্ডারগণ উপস্থিত ছিলেন।
০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
শিরোনাম:
শার্শা আইনশৃঙ্খলা সভায় চোরাচালান-মাদক প্রতিরোধে জোর
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৯:২৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- ৫১২
সর্বাধিক পঠিত





















