যশোর শহরের চোরমারা দিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ রোজিনা খাতুন (৪০) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম। আটক রোজিনা খাতুন ওই এলাকার হাবিবুর রহমানের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মদন মোহন সাহা জানান, বৃহস্পতিবার সকালে তারা গোপন সূত্রে খবর পান যে রোজিনা খাতুনের বাড়িতে ইয়াবা মজুত রয়েছে এবং তিনি মাদক বিক্রি করছেন।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে অধিদপ্তরের একটি টিম ওই বাড়িতে অভিযান চালায় এবং রোজিনাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এই ঘটনায় আটক রোজিনা খাতুনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
শিরোনাম:
ইয়াবাসহ নারী আটক: যশোর শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৯:০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- ৫১৩
সর্বাধিক পঠিত





















