০৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

গোপালগঞ্জে জামায়াতের ‘হিন্দু শাখা’র ৯ নেতাকর্মীর পদত্যাগ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২০:০১ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
  • ৫১৩

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সম্প্রতি গঠিত জামায়াতে ইসলামীর হিন্দু শাখার নয়জন নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক কারণ দেখিয়ে তারা তাদের পদ ও সংগঠনের সমস্ত কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) রাতে পিড়ারবাড়ি বাজার এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা যৌথভাবে এই পদত্যাগের বিষয়টি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জামায়াতের হিন্দু শাখার সভাপতি মনজ মল্লিক (ঝন্টু)। তিনি জানান, তারা স্বেচ্ছায় এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগকারী নয়জন হলেন:
* মনজ মল্লিক (সভাপতি)
* বিমল বালা (সহসভাপতি)
* নারায়ণ হালদার (উপদেষ্টা)
* দুলাল মল্লিক (সদস্য)
* সবুজ মল্লিক (সদস্য)
* সুভাষ মধু (সদস্য)
* প্রকাশ সরকার (সদস্য)
* প্রদীপ ঢালী (সদস্য)
* শিশির মল্লিক (সদস্য)
এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ জানান, ওই কমিটি সম্প্রতিই গঠিত হয়েছিল। তবে হিন্দু শাখার এই নয়জন নেতাকর্মী পদত্যাগ করেছেন কি না, সে সম্পর্কে তিনি এখনও আনুষ্ঠানিকভাবে অবগত নন।

সর্বাধিক পঠিত

শহীদ বুদ্ধিজীবী দিবস: শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে জাতি

গোপালগঞ্জে জামায়াতের ‘হিন্দু শাখা’র ৯ নেতাকর্মীর পদত্যাগ

আপডেট: ০৯:২০:০১ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সম্প্রতি গঠিত জামায়াতে ইসলামীর হিন্দু শাখার নয়জন নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক কারণ দেখিয়ে তারা তাদের পদ ও সংগঠনের সমস্ত কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) রাতে পিড়ারবাড়ি বাজার এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা যৌথভাবে এই পদত্যাগের বিষয়টি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জামায়াতের হিন্দু শাখার সভাপতি মনজ মল্লিক (ঝন্টু)। তিনি জানান, তারা স্বেচ্ছায় এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগকারী নয়জন হলেন:
* মনজ মল্লিক (সভাপতি)
* বিমল বালা (সহসভাপতি)
* নারায়ণ হালদার (উপদেষ্টা)
* দুলাল মল্লিক (সদস্য)
* সবুজ মল্লিক (সদস্য)
* সুভাষ মধু (সদস্য)
* প্রকাশ সরকার (সদস্য)
* প্রদীপ ঢালী (সদস্য)
* শিশির মল্লিক (সদস্য)
এ বিষয়ে কোটালীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ জানান, ওই কমিটি সম্প্রতিই গঠিত হয়েছিল। তবে হিন্দু শাখার এই নয়জন নেতাকর্মী পদত্যাগ করেছেন কি না, সে সম্পর্কে তিনি এখনও আনুষ্ঠানিকভাবে অবগত নন।