: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মান্দারবাড়ীয়া অভয়ারণ্য এলাকার বাহির ন্দারবাড়ীয়া নামক স্থান থেকে অবৈধভাবে মৎস্য শিকারের সময় বন বিভাগ একটি ট্রলার, বিপুল পরিমাণ মাছ ধরার জাল এবং অন্যান্য সামগ্রীসহ ৭ জন জেলেকে আটক করেছে।
শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে মান্দারবাড়িয়া অভয়ারণ্য কেন্দ্রের বনকর্মীরা এই অভিযান চালান।
আটককৃতদের পরিচয়
আটককৃত জেলেরা সবাই বাগেরহাট জেলার মংলা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তাঁরা হলেন:
* মহসিন শেখ (৪০), পিতা: মৃত গোলাম মোস্তফা
* মোশারফ শেখ (৪০), পিতা: আব্দুল হাকিম শেখ
* ইব্রাহিম শেখ (৩০), পিতা: গোলাম মোস্তফা শেখ
* ইয়ামিন মুসাল্লি (১৮), পিতা: মহসিন হোসেন
* একরাম শেখ (২৪), পিতা: সৈয়দ আলী শেখ
* সওকাত ফকির (৫৫), পিতা: মৃত সোনাউল্লাহ ফকির
* সাফারাত ফকির (৪৫), পিতা: করস ফকির
বন বিভাগের বক্তব্য
সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জার ফজলুল হক জানান, তাঁর নেতৃত্বে সুন্দরবনের অভয়ারণ্যসহ বিভিন্ন সংরক্ষিত এলাকায় নিষিদ্ধ অপকর্মে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তিনি আরও নিশ্চিত করেন যে, অবৈধভাবে সুন্দরবনে প্রবেশকারী বনজীবী ও অভয়ারণ্যে মাছ ধরতে যাওয়া জেলেদের বিরুদ্ধে এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।
০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
শিরোনাম:
পশ্চিম সুন্দরবনের অভয়ারণ্যে অবৈধ মৎস্য আহরণ: ট্রলারসহ ৭ জেলে আটক
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:০৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- ৫১৭
সর্বাধিক পঠিত





















