মনিরামপুরে হজ পালন সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে মণিরামপুরে আল কাশেম হজ্ব গ্রুপের স্থানীয় প্রতিনিধি ও এক ওমরাহযাত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টার দিকে মণিরামপুর আল কাশেম হজ্ব গ্রুপের অফিসে এই ঘটনার সূত্রপাত হয়।
জানা যায়, মণিরামপুর বাজারের মাছ ব্যবসায়ী হারুন আর রশীদ (ফারুক) সম্প্রতি আল কাশেম হজ্ব গ্রুপের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের মাধ্যমে ওমরাহ পালন করে দেশে ফেরেন। দেশে ফেরার পর থেকেই ফারুক অভিযোগ করেন—ওমরাহ প্যাকেজে প্রতিশ্রুত সব গুরুত্বপূর্ণ স্থান তাকে ঘুরিয়ে দেখানো হয়নি।
এই বিষয়টি নিয়ে কথা বলতে শনিবার সন্ধ্যায় ফারুক স্থানীয় অফিসে গেলে প্রথমে তাদের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয় এবং একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
ওমরাহযাত্রীর অভিযোগ
ওমরাহযাত্রী ফারুকের দাবি, কথা কাটাকাটির সময় প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন অফিসে থাকা ব্যানারের কাঠ দিয়ে তার মাথা ও হাতে আঘাত করেন। পরে আশপাশের দোকানদার ও পথচারীরা এগিয়ে এসে দুজনকে আলাদা করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত ফারুক মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ফারুক সাংবাদিকদের বলেন, “আমি শুধু সত্য কথা বলেছি। আমাদের সঠিকভাবে ওমরাহ পালন করানো হয়নি। নেওয়ার আগে একরকম কথা বলেছে, নিয়ে গিয়ে আরেক রকম করেছে। আমরা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছি।”
প্রতিনিধির পাল্টা অভিযোগ
অন্যদিকে, প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন ফারুকের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি পাল্টা অভিযোগ করেন যে, ফারুক তার অফিসে এসে চাঁদা দাবি করেন। জাহাঙ্গীর হোসেনও এই ঘটনায় মণিরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তদন্তে পুলিশ
রোববার দুপুরে মণিরামপুর থানার সেকেন্ড অফিসার এসআই নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, “উভয় পক্ষের অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে।”
০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
শিরোনাম:
যশোরে ওমরাহ পালনকে কেন্দ্র করে সংঘর্ষ
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৬:৫৮:৫৮ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
- ৫১৬
সর্বাধিক পঠিত





















