অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে যশোর সদর উপজেলা বিএনপির দুই নেতা এবং যুবদলের এক নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর, ২০২৫) যশোর জেলা বিএনপি ও জেলা যুবদলের পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিএনপির অব্যাহতিপ্রাপ্ত দুই নেতা হলেন:
* উপশহর ইউনিয়ন বিএনপির নেতা হুমায়ুন কবির
* সদর উপজেলা বিএনপির আরবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মনির হোসেন
এছাড়াও, মাদক, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবদলের নগর শাখার যুগ্ম আহ্বায়ক মারুফ বিল্লাহ সিদ্দিকী সানিকেও অব্যাহতি দেওয়া হয়েছে।
জেলা বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নেতাকর্মীদের বিষয়ে নজরদারি না রাখার কারণে সদর উপজেলা বিএনপিকে জবাবদিহির আওতায় আনা হবে। একইসঙ্গে, অন্যান্য ইউনিটের নেতাদেরকেও এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সমাজবিরোধী চক্র দলের কিছু নেতাকর্মীকে ব্যবহার করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডে কেউ জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে আইনের হাতে সোপর্দ করা হবে।
০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম:
অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও যুবদলের তিন নেতাকে অব্যাহতি
অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও যুবদলের তিন নেতাকে অব্যাহতি
-
নিউজ ডেস্ক - আপডেট: ০২:০৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- ৫৬৪
সর্বাধিক পঠিত

















