ভারত থেকে পাচার হওয়া ৩৬ জন নারী ও শিশু ফিরে এলেন বাংলাদেশ
বেনাপোল, ২৭ মে ২০২৫:
বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে ভারতে পাচার হওয়া ৩৬ জন নারী ও শিশু আজ এনজিও ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ প্রচেষ্টায় দেশে ফিরে এসেছেন। তারা ভারতের বিভিন্ন সেল্টার হোমে আশ্রয় নিয়ে ছিলেন। দীর্ঘ আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শেষে আজ বেনাপোল সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন।
বেনাপোল ইমিগ্রেশন সূত্রে জানা যায়, এসব নারী ও শিশুরা পাচারকারীদের ফাঁদে পড়ে বিভিন্ন সময়ে ভারতে পাচার হন। পরে সেখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উদ্ধার করে। দেশে ফেরত আসা এসব নারী ও শিশুকে সংশ্লিষ্ট এনজিও গুলোর মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, পাচার রোধে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোর কার্যকর ভূমিকা থাকায় এই ধরনের পুনর্বাসন সম্ভব হচ্ছে। ভবিষ্যতেও পাচার প্রতিরোধ ও ভিকটিমদের পুনর্বাসনে আরও জোর দেওয়া হবে।

















