বেনাপোল প্রতিনিধি:
দীর্ঘদিন ভারতের তামিলনাড়ুর সালেম স্পেশাল ক্যাম্পে আটক থাকার পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে স্বদেশে ফিরেছেন ২৪ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশু। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের আনুষ্ঠানিকভাবে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, উন্নত জীবনের আশায় ভারতে গিয়ে অবৈধভাবে অবস্থানের দায়ে তামিলনাড়ু পুলিশ তাদের আটক করেছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে দুই দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে তাদের দেশে ফেরার অনুমতি মেলে। গত ১৬ ডিসেম্বর সালেম জেলা কালেক্টর ড. আর. বৃন্দা দেবী তাদের দ্রুত বাংলাদেশে পাঠানোর আদেশ জারি করেন।
ফেরত আসাদের মধ্যে ১২ জন পুরুষ, ৭ জন নারী এবং ৫ জন শিশু রয়েছে। তারা মূলত বাগেরহাট, ঢাকা ও কুমিল্লা জেলার বাসিন্দা। উল্লেখ্য, এই প্রক্রিয়ায় মোট ২৬ জনের ফেরার কথা থাকলেও নূর মোহাম্মদ ও সুরমা নামে দুই ব্যক্তি আপাতত ফিরতে রাজি না হওয়ায় ২৪ জনকে ফেরত পাঠানো হয়েছে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, “কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।”
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ জানান, আইনি প্রক্রিয়া শেষে ফেরত আসাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে মানবাধিকার সংস্থা ‘জাস্টিস অ্যান্ড কেয়ার’-এর কাছে হস্তান্তর করা হয়েছে।
মানবাধিকার সংস্থার বক্তব্য:
জাস্টিস অ্যান্ড কেয়ার-যশোরের ফিল্ড ফেসিলেটেটর মোঃ শফিকুল ইসলাম জানান, ফেরত আসাদের মধ্যে অনেকেই সপরিবারে ভারতে আটক ছিলেন। তাদের এখন নিজস্ব ব্যবস্থাপনায় নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
শিরোনাম:
ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরলেন নারী-শিশুসহ ২৪ বাংলাদেশি
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৯:৪৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- ৫০৭
সর্বাধিক পঠিত




















