যশোর শহরের বৈদ্যুতিক খুঁটিগুলোতে ঝুলন্ত তারের জঞ্জাল বর্তমানে নিরাপত্তা ঝুঁকি ও সৌন্দর্য নষ্টের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এই জঞ্জাল নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
ওজোপাডিকোর উদ্বেগ
যশোর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কো. লি. (ওজোপাডিকো), বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মাহমুদ প্রধান বলেন, “অগোছালো এসব তার বৈদ্যুতিক খুঁটির ছোট-বড় সমস্যার অন্যতম কারণ। কাজ করতে গিয়ে আমাদের বেগ পেতে হয়, সময় বেশি লাগে এবং কর্মীদের ঝুঁকি বাড়ে। জরুরীভাবেই এর সমাধান প্রয়োজন।”
ইন্টারনেট ব্যবসায়ীদের বিশৃঙ্খলা
যশোর সিটি ক্যাবেলের পরিচালক (ফিন্যান্স) রেজাউল হাসান জানান, কেবল ৩০ বছর ধরে একই তার ব্যবহার করছে তাদের প্রতিষ্ঠান। অথচ যশোরে বর্তমানে ইন্টারনেট কোম্পানি রয়েছে ৩৫-৪০টি। তিনি অভিযোগ করেন, অনেক অদক্ষ কর্মী তাদের ইচ্ছেমতো তার টানছেন, যা কয়েকদিন না যেতেই ছিঁড়ে পড়ছে। তিনি ইন্টারনেট ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে একটি নিয়মতান্ত্রিক ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
যশোর জেলা ইন্টারনেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম স্বীকার করেন, অগোছালো তার তাদের জন্যও হুমকি এবং দুর্ঘটনায় তারাও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। তিনি জানান, দেড় বছর আগে পৌরসভা একটি নির্দিষ্ট স্থান বরাদ্দ দেওয়ার উদ্যোগ নিয়েছিল, যেখানে তার সংযোগের জন্য অনুমতি নেওয়া বাধ্যতামূলক করার কথা ছিল, কিন্তু সরকার পরিবর্তনের পর সেই উদ্যোগটি ভেস্তে যায়। এরপর থেকে যার যেভাবে ইচ্ছা তার সংযোগ দিচ্ছেন।
শহর পরিকল্পনাবিদ ও পৌরসভার মন্তব্য
যশোর শহর পরিকল্পনাবিদ সুলতানা সাজিয়া এই সমস্যাকে ‘জাতীয় ইস্যু’ হিসেবে উল্লেখ করে বলেন, “শহরের সৌন্দর্য্য বৃদ্ধিতে এটি বড় বাধা। জঞ্জাল না সরাতে পারলে ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।”
এ বিষয়ে যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান বলেন, “একটি নিয়মে আনার চেষ্টা চলছে। কিন্তু নতুন নতুন কোম্পানি এসে অবৈধভাবে বিদ্যুতের খুঁটিতে তাদের তার ঝুলিয়ে দিচ্ছে।” তিনি আরও জানান, তাদের কাছে অভিযোগ এসেছে কিছু ব্যক্তি রাতে পৌরসভার বাল্ব চুরি করছে বা নষ্ট করে দিচ্ছে, এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
০৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
শিরোনাম:
যশোরের বৈদ্যুতিক খুঁটিতে তারের জঞ্জল
-
নিউজ ডেস্ক - আপডেট: ০২:৫২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
- ৫১৩
সর্বাধিক পঠিত





















