১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় যশোর এমএম কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল,

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৩৮:০১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৫১৬

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ছাত্রদলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৩ ডিসেম্বর) সকালে কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত এবং সালাতুল সাজদ নামাজ আদায় করা হয়। এসময় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
রাজনৈতিক উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে কলেজ প্রশাসনের পক্ষ থেকে উপাধ্যক্ষ এ কে এম রফিকুল ইসলাম এবং শিক্ষক পরিষদের সম্পাদক ড. প্রফেসর হারুন আর রশিদ উপস্থিত ছিলেন।
এছাড়া দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান, এমএম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ হাসান ইমাম এবং বর্তমান সভাপতি জাহিদুল ইসলাম বিল্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিশেষ মোনাজাত পরিচালনা
এমএম কলেজ কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আমজাদ হোসেন দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের পাশাপাশি জাতির শান্তি, দেশের সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনা করা হয়।

সর্বাধিক পঠিত

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিই একমাত্র সক্ষম দল’: যশোরে অনিন্দ্য ইসলাম অমিত

খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় যশোর এমএম কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল,

আপডেট: ০২:৩৮:০১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ছাত্রদলের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (০৩ ডিসেম্বর) সকালে কলেজ মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত এবং সালাতুল সাজদ নামাজ আদায় করা হয়। এসময় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
রাজনৈতিক উদ্দেশ্যে আয়োজিত এই অনুষ্ঠানে কলেজ প্রশাসনের পক্ষ থেকে উপাধ্যক্ষ এ কে এম রফিকুল ইসলাম এবং শিক্ষক পরিষদের সম্পাদক ড. প্রফেসর হারুন আর রশিদ উপস্থিত ছিলেন।
এছাড়া দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান, এমএম কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ হাসান ইমাম এবং বর্তমান সভাপতি জাহিদুল ইসলাম বিল্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিশেষ মোনাজাত পরিচালনা
এমএম কলেজ কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা আমজাদ হোসেন দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের পাশাপাশি জাতির শান্তি, দেশের সমৃদ্ধি এবং শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনা করা হয়।