কক্সবাজারের ঝিলংজা উত্তরণ আবাসিক এলাকায় রঞ্জন চাকমা (৫৫) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে বীরেন চাকমা (৫৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে।
কীভাবে ঘটল এই ঘটনা?
নিহত রঞ্জন চাকমা এবং গ্রেপ্তারকৃত বীরেন চাকমা, দুজনই রাঙামাটি জেলার বাসিন্দা। তারা আগে থেকেই পরিচিত ছিলেন। সম্প্রতি রঞ্জন চাকমা তার স্ত্রীকে নিয়ে কাজের জন্য কক্সবাজারে আসেন এবং বীরেনের ভাড়া বাসায় আশ্রয় নেন।
স্থানীয়দের ভাষ্যমতে, রাতে বীরেন চাকমা রঞ্জনের স্ত্রীকে পাশের কক্ষে নিয়ে ধর্ষণ করেন। স্ত্রীকে বাঁচাতে রঞ্জন এগিয়ে গেলে বীরেন তাকে ছুরি দিয়ে গলায় আঘাত করেন। রঞ্জনের স্ত্রীর চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন। এ সময় বীরেন পালানোর চেষ্টা করলে তার হাতে রক্ত দেখতে পেয়ে তাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।
পুলিশের বক্তব্য
কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ ইলিয়াস জানান, দুই চাকমা পরিবার পাশাপাশি বাস করতেন। অভিযুক্ত বীরেন চাকমা মদ্যপ অবস্থায় ছিলেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে। ধর্ষণের আলামত পাওয়া যাওয়ায় নিহতের স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম:
কক্সবাজারে ব্যক্তিকে গলা কেটে হত্যা: গ্রেপ্তার ১, ধর্ষণের অভিযোগ
কক্সবাজারে ব্যক্তিকে গলা কেটে হত্যা: গ্রেপ্তার ১, ধর্ষণের অভিযোগ
-
নিউজ ডেস্ক - আপডেট: ১১:০৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- ৫৩৯
সর্বাধিক পঠিত















