ঢাকা-বরিশাল মহাসড়কে আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে জেলার ঘটকচর এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এই দুর্ঘটনার ফলে মহাসড়কের দুই পাশে প্রায় দুই কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারীপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের একটি বাস। ঘটকচর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বরিশালগামী গ্রীনভিউ পরিবহনের একটি বাস একটি ভ্যানকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি বাসেরই সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চন্দ্রা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
উদ্ধার ও চিকিৎসা
সংঘর্ষে দুই বাসের চালকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল এবং নিকটস্থ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেন। আহতদের মধ্যে চন্দ্রা পরিবহনের চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মস্তফাপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন।
যান চলাচল স্বাভাবিককরণ
দুর্ঘটনার পর পরই মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা দুমড়ে যাওয়া বাস দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন।
০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম:
মাদারীপুরে দুই বাসের সং*ঘ*র্ষে আহত ১৫
মাদারীপুরে দুই বাসের সং*ঘ*র্ষে আহত ১৫
-
নিউজ ডেস্ক - আপডেট: ১০:৪৩:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- ৫৩৯
সর্বাধিক পঠিত















