-বেনাপোল মহাসড়কে বেনাপোল পৌর বাস টার্মিনালের সামনে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে মোঃ চয়ন হোসেন(২০)নামে একজন নিহত হয়েছে।এসময় মোঃ শাহিন নামে একজন গুরুতর আহত হন।নিহত চয়ন হোসেন বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের মুকুল হোসেন এর ছেলে।আহত কাগজ পুকুর গ্রামের শাহাজালাল এর ছেলে।
স্থানীয়রা জানান বেনাপোল হতে যশোরগামী যশোর-ট-১১-৫৯০২ নং ট্রাক ও মোটরসাইকেল চালক এবং আরোহী সংঘর্ষ হয়।তারা দু’জনই হেলমেট বিহীন ছিলেন।আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক চয়নকে মৃত ঘোষণা করেন এবং অপর আরোহী মোঃ শাহিনকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন।নাভারণ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাক এবং মোটরসাইকেল জব্দ করেন। ট্রাক চালক পালিয়ে যান।
নাভারন হাইওয়ে পুলিশের ইনচার্জ রোকনুজ্জামান রোকন বিষয়টি নিশ্চিত করেছেন।















