যশোর, শার্শা: গোগা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় বিজিবি ৪ জন নারী ও পুরুষকে আটক করেছে। শুক্রবার সকালে সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। তবে কোনো পাচারকারীকে গ্রেপ্তার করতে পারেনি বিজিবি।
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান, গোপন সূত্রে খবর পেয়ে জানতে পারা যায় পাসপোর্ট ও ভিসা ছাড়া কিছু লোক সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে গোগা ক্যাম্পের সদস্যরা তাদের আটক করেন।
এ সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন ও ১টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা করা হয়েছে এবং শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
আটকরা হলেন:
মোঃ মিঠু মোল্লা (৩২), পিতা-মোঃ কামরুল মোল্লা, গ্রাম: বর্ণিমালাধরা, পোস্ট: সিদ্ধারপুর, থানা: অভয়নগর, জেলা: যশোর
মোঃ মিজানুর সরদার (৪৫), পিতা: মৃত আহমদ সরদার, গ্রাম: পাতালিয়া, পোস্ট: সিদ্ধারপুর, থানা: যশোর
মোছাঃ শাপলা খাতুন (২৩), পিতা-মোঃ সরোয়ার বিশ্বাস, গ্রাম: বলডাঙ্গা কাজিপুর, পোস্ট: রাজারহাট, থানা: কোতোয়ালি, জেলা: যশোর
সুমি আক্তার (২৪), পিতা: রতন খলিফা, গ্রাম: চরখোলা, পোস্ট: নাজিরপুর, থানা: নাজিরপুর, জেলা: পিরোজপুর













