০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

যশোরে ক্ষতিকর খাদ্যপণ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:০০:৪০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৫০৭

জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও অবৈধ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে যশোরের দুটি দোকানে অভিযান চালিয়ে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (আজ) বেলা সাড়ে ১১টার দিকে যশোর শহরের সিটি প্লাজা এলাকায় এই অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা আব্দুর রহমান উপস্থিত ছিলেন।
অভিযানের সময় সিটি প্লাজার সামনে অবস্থিত ভোলানাথ স্টোরে পানে খাওয়ার জন্য ক্ষতিকর ‘চুটিপুটি’ বিক্রি করতে দেখা যায়। এই অপরাধে দোকান মালিক অরবিন্দকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এরপর একই সড়কের এস ডি স্টোরে অভিযান চালানো হলে সেখানে ক্ষতিকর রঙ মেশানো এবং ভালোভাবে ভাজা হয়নি—এমন নিম্নমানের শিশু খাদ্য চিপস মজুত পাওয়া যায়। এই অপরাধে দোকানটির মালিক জগদীশ পালকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব পণ্য দুটি দোকান থেকেই জব্দ করা হয়েছে বলে কর্মকর্তারা জানান।
কর্মকর্তারা বলেন, ভোক্তার স্বাস্থ্য সুরক্ষায় বাজারে নকল, ভেজাল এবং ক্ষতিকর উপকরণে তৈরি খাবার বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সর্বাধিক পঠিত

যশোরে ক্ষতিকর খাদ্যপণ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

যশোরে ক্ষতিকর খাদ্যপণ্য বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

আপডেট: ০৬:০০:৪০ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও অবৈধ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে যশোরের দুটি দোকানে অভিযান চালিয়ে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (আজ) বেলা সাড়ে ১১টার দিকে যশোর শহরের সিটি প্লাজা এলাকায় এই অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা আব্দুর রহমান উপস্থিত ছিলেন।
অভিযানের সময় সিটি প্লাজার সামনে অবস্থিত ভোলানাথ স্টোরে পানে খাওয়ার জন্য ক্ষতিকর ‘চুটিপুটি’ বিক্রি করতে দেখা যায়। এই অপরাধে দোকান মালিক অরবিন্দকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
এরপর একই সড়কের এস ডি স্টোরে অভিযান চালানো হলে সেখানে ক্ষতিকর রঙ মেশানো এবং ভালোভাবে ভাজা হয়নি—এমন নিম্নমানের শিশু খাদ্য চিপস মজুত পাওয়া যায়। এই অপরাধে দোকানটির মালিক জগদীশ পালকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব পণ্য দুটি দোকান থেকেই জব্দ করা হয়েছে বলে কর্মকর্তারা জানান।
কর্মকর্তারা বলেন, ভোক্তার স্বাস্থ্য সুরক্ষায় বাজারে নকল, ভেজাল এবং ক্ষতিকর উপকরণে তৈরি খাবার বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।