চৌগাছা, যশোর: বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরের চৌগাছা উপজেলা বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল মুন্নি।
এসময় তিনি দেশনেত্রীর আশু আরোগ্য ও সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চান।
এছাড়াও দোয়া মাহফিলে চৌগাছা উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম:
খালেদা জিয়ার সুস্থতা কামনায় চৌগাছায় বিএনপির দোয়া মাহফিল,
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৫:৩২:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- ৫০৯
সর্বাধিক পঠিত
















