মাদক মামলায় যশোরের চিহ্নিত সন্ত্রাসী সোহেল রানাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার স্পেশাল দায়রা জজ এস. এম. নূরুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত সোহেল রানা মণিরামপুর উপজেলার গোয়ালবাড়ী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে, একই মামলার আরেক আসামি বেনাপোলের রবিউল ইসলাম কালুকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৮ সালের ২৯ আগস্ট যশোর ডিবি পুলিশের একটি দল ঝিকরগাছায় সোহেল রানার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, আড়াই হাজার পিস ইয়াবা এবং মাদক বিক্রির ৪৫ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় সোহেল রানার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় অস্ত্র ও মাদক আইনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়। মাদক মামলার তদন্ত শেষে ২০১৯ সালের ২৭ জানুয়ারি দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। মঙ্গলবার মাদক আইনের মামলার রায় ঘোষণা করা হয়।
উল্লেখ্য, সোহেল রানার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং অস্ত্র আইনের মামলাটি পৃথক আদালতে বিচারাধীন রয়েছে।
০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম:
মাদক মামলায় শীর্ষ সন্ত্রাসী সোহেল রানার ১০ বছরের কারাদণ্ড
মাদক মামলায় শীর্ষ সন্ত্রাসী সোহেল রানার ১০ বছরের কারাদণ্ড
-
নিউজ ডেস্ক - আপডেট: ০২:১৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- ৫৪০
সর্বাধিক পঠিত

















