যশোরের ফতেপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং স্থানীয় পত্রিকা ‘গ্রামের কাগজ’-এর সার্কুলেশন ম্যানেজার মো. কুদ্দুস আলীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় তিনি কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে কুদ্দুস আলী উল্লেখ করেন, গত রবিবার ভোররাত আড়াইটার দিকে ফতেপুর ইউনিয়নের বাউলিয়া গ্রামের নিজ বাড়িতে তিনি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ প্রতিবেশীদের চিৎকারে তার ঘুম ভাঙে। এরপর তিনি দেখতে পান, ঘরের পাশে থাকা বিচালি গাদায় আগুন জ্বলছে। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বাড়ির একাংশ পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত বিএনপি নেতা কুদ্দুস আলীর ধারণা, এটি একটি উদ্দেশ্যমূলক ঘটনা এবং কেউ শত্রুতার জেরে তার বাড়িতে আগুন দিয়েছে। তিনি এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।
০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম:
যশোরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ
বিএনপি নেতার বাড়িতে আগুন: ৫০
-
নিউজ ডেস্ক - আপডেট: ০২:১৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- ৫৩৭
সর্বাধিক পঠিত

















