: সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তি আজ (বুধবার, ২৬ নভেম্বর) শার্শা উপজেলার ২ নং লক্ষণপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক শামসুর রহমানের মরহুম মাতার নামাজে জানাজায় অংশগ্রহণ করেন।
মরহুমার নামাজে জানাজা উপলক্ষে এলাকায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক সমাগম ঘটে। এ সময় জানাজায় উপস্থিত ছিলেন শার্শা থানা বিএনপি, যুবদল,
স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ লক্ষণপুর ইউনিয়ন এবং আশেপাশের বিভিন্ন ইউনিয়নের অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী।
জানাজা শেষে জনাব মফিকুল হাসান তৃপ্তি গভীর শ্রদ্ধার সঙ্গে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। একইসঙ্গে তিনি উপস্থিত সকলের কাছে তাঁর নিজের প্রয়াত মায়ের (কবরবাসী) জন্যও আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করেন।











