যশোরের সার্কিট হাউস থেকে বুধবার দুপুরে আব্দুস সালাম (৬০) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে কর্তৃপক্ষ। তিনি নিজেকে সরকারের অতিরিক্ত সচিব পরিচয় দিয়ে ভিআইপি সুবিধা নিতে সার্কিট হাউসে এসেছিলেন।
সার্কিট হাউস কর্তৃপক্ষ জানায়, বুধবার সকালে আব্দুস সালাম সার্কিট হাউসের মোবাইল নম্বরে কল করে নিজেকে ‘অতিরিক্ত সচিব’ পরিচয় দেন। তিনি ঢাকা থেকে যশোরে আসছেন জানিয়ে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং রেল স্টেশনে সরকারি গাড়ি পাঠানোর নির্দেশ দেন। সার্কিট হাউস কর্তৃপক্ষ গাড়ি পাঠালে তাকে নিয়ে আসা হয় সার্কিট হাউসে।
পরে সন্দেহ হলে খোঁজ নিয়ে জানা যায়, তার দেওয়া পরিচয়টি সম্পূর্ণ মিথ্যা। এরপরই তাকে সার্কিট হাউসে আটকে রাখা হয়।
খবর পেয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস.এম শাহীনসহ অন্যান্য কর্মকর্তারা সার্কিট হাউসে যান। তারাও বিষয়টি যাচাই-বাছাই করেন এবং নিশ্চিত হন যে ওই ব্যক্তি একজন প্রতারক। এরপর পুলিশকে খবর দেওয়া হয় এবং তাকে থানায় হস্তান্তর করা হয়।
আটক আব্দুস সালাম মণিরামপুর উপজেলার হেলাঞ্চি গ্রামের এলাহী বকশি গাজীর ছেলে। অভিযোগ রয়েছে, তিনি এর আগেও একাধিকবার নিজেকে বিভিন্ন সরকারি কর্মকর্তা পরিচয়ে ভিআইপি সুবিধা গ্রহণ করেছেন। এছাড়া তার ঢাকা সচিবালয়েও অবাধ বিচরণ ছিল বলে জানা যায়।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে হেফাজতে নিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।











