০৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

বগুড়ায় দুই সন্তানকে গলা কেটে হত্যার পর মায়ের ‘আত্মহত্যা’

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৩৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৫১৯

বগুড়ার শাজাহানপুরে এক অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনায় দুই শিশুসন্তানকে গলা কেটে হত্যার পর এক মা নিজে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার খট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রাম থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন:
* মা: সাদিয়া মোস্তারিম (২৪), যিনি ওই গ্রামের মো. শাহাদত হোসেনের স্ত্রী।
* মেয়ে: সাইফা (৪)।
* ছেলে: মো. সাইফ (১)।
স্থানীয় সূত্র জানিয়েছে, সকালে মা ও দুই সন্তান ঘুম থেকে না ওঠায় এবং ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় স্বজনরা ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। ভেতরে তারা দেখতে পান যে মা সাদিয়া মোস্তারিম ঝুলন্ত অবস্থায় রয়েছেন এবং বিছানায় দুই শিশুসন্তানের গলাকাটা মরদেহ পড়ে আছে। এরপরই দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, তিনজনের মরদেহেরই সুরতহাল তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, গৃহবধূ তাঁর দুই সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—সেই বিষয়টি তদন্ত শেষে নিশ্চিতভাবে জানা যাবে।

সর্বাধিক পঠিত

পরিকল্পিত গণহত্যা: পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে শেখ হাসিনা,

বগুড়ায় দুই সন্তানকে গলা কেটে হত্যার পর মায়ের ‘আত্মহত্যা’

আপডেট: ০৩:৩৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

বগুড়ার শাজাহানপুরে এক অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনায় দুই শিশুসন্তানকে গলা কেটে হত্যার পর এক মা নিজে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার খট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রাম থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন:
* মা: সাদিয়া মোস্তারিম (২৪), যিনি ওই গ্রামের মো. শাহাদত হোসেনের স্ত্রী।
* মেয়ে: সাইফা (৪)।
* ছেলে: মো. সাইফ (১)।
স্থানীয় সূত্র জানিয়েছে, সকালে মা ও দুই সন্তান ঘুম থেকে না ওঠায় এবং ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় স্বজনরা ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। ভেতরে তারা দেখতে পান যে মা সাদিয়া মোস্তারিম ঝুলন্ত অবস্থায় রয়েছেন এবং বিছানায় দুই শিশুসন্তানের গলাকাটা মরদেহ পড়ে আছে। এরপরই দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, তিনজনের মরদেহেরই সুরতহাল তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, গৃহবধূ তাঁর দুই সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে—সেই বিষয়টি তদন্ত শেষে নিশ্চিতভাবে জানা যাবে।