০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
যশোরে বাস-ট্রাক সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ ৩ জন নিহত

যশোরে বাস-ট্রাক সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ ৩ জন নিহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:১৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৭৯

যশোরের বাঘারপাড়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাসহ মোট তিনজন নিহত হয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার ভাঙ্গুড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয়:
* নিক্কন আঢ্য: নড়াইলের লোহাগড়া থানাধীন লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই)। তিনি যশোরের বাঘারপাড়া পুকুরিয়া গ্রামের বাসিন্দা।
* আক্তার হোসেন: যশোর সদরের বসুন্দিয়া এলাকার বাসিন্দা।
* আবু জাফর: যশোর শহরতলির ভেকুটিয়া এলাকার বাসিন্দা। তিনি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন।
দুর্ঘটনার বিবরণ:
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, যশোর-নড়াইল মহাসড়কের ভাঙ্গুড়া বাজার এলাকায় বাঁশ বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেই ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় বাসের সামনের কাঁচ ভেঙে যায় এবং বাঁশগুলো বাসের ভেতর ঢুকে পড়ে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই বাসযাত্রী আক্তার হোসেনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় আবু জাফর এবং পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্যকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক আবু জাফরকে মৃত ঘোষণা করেন।
এদিকে, পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর চেষ্টা করা হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পথেই তাকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী এই তথ্য নিশ্চিত করে বলেন, “দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় চৌগাছায় বিএনপির দোয়া মাহফিল,

যশোরে বাস-ট্রাক সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ ৩ জন নিহত

যশোরে বাস-ট্রাক সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ ৩ জন নিহত

আপডেট: ০৪:১৭:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

যশোরের বাঘারপাড়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাসহ মোট তিনজন নিহত হয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার ভাঙ্গুড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয়:
* নিক্কন আঢ্য: নড়াইলের লোহাগড়া থানাধীন লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই)। তিনি যশোরের বাঘারপাড়া পুকুরিয়া গ্রামের বাসিন্দা।
* আক্তার হোসেন: যশোর সদরের বসুন্দিয়া এলাকার বাসিন্দা।
* আবু জাফর: যশোর শহরতলির ভেকুটিয়া এলাকার বাসিন্দা। তিনি স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ছিলেন।
দুর্ঘটনার বিবরণ:
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, যশোর-নড়াইল মহাসড়কের ভাঙ্গুড়া বাজার এলাকায় বাঁশ বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেই ট্রাকটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার তীব্রতায় বাসের সামনের কাঁচ ভেঙে যায় এবং বাঁশগুলো বাসের ভেতর ঢুকে পড়ে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলেই বাসযাত্রী আক্তার হোসেনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় আবু জাফর এবং পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্যকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে পৌঁছানোর পর চিকিৎসক আবু জাফরকে মৃত ঘোষণা করেন।
এদিকে, পুলিশ কর্মকর্তা নিক্কন আঢ্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর চেষ্টা করা হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পথেই তাকে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী এই তথ্য নিশ্চিত করে বলেন, “দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই ট্রাকে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”