০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
চৌগাছায় পীর বলুর দেওয়ানের মেলায় অশ্লীল নৃত্যের দায়ে ৪ জন আটক

চৌগাছায় পীর বলুর দেওয়ানের মেলায় অশ্লীল নৃত্যের দায়ে ৪ জন আটক

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:০০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৩৮

যশোরের চৌগাছা উপজেলার ঐতিহ্যবাহী হাজরাখানা পীর বলুর দেওয়ানের মেলায় মেয়ে সেজে অশ্লীল নাচ-গান পরিবেশনের অভিযোগে চার যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়।
রবিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি পুলিশ দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার হাজীপুর মুন্দিয়া গ্রামের শামীম হোসেন (২০), একই গ্রামের লিমন হোসেন (১৯), কালীগঞ্জের আগমুন্দিয়া গ্রামের রিফাত (১৯) এবং কাশিপুর গ্রামের সম্রাট হোসেন (২১)।
এরপর চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ তাসমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে শামীম ও লিমনকে পাঁচ দিন করে এবং রিফাত ও সম্রাটকে তিন দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
ওসি আনোয়ার হোসেন জানান, মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রথম থেকেই কঠোর নজরদারি বজায় রেখেছে। প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটলেও কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ বাহিনী তৎপর রয়েছে।
উল্লেখ্য, শত বছরের পুরোনো এই মেলাটি শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি এলাকার সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামাজিক মিলনমেলারও একটি গুরুত্বপূর্ণ অংশ। স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীর এই কঠোর পদক্ষেপের প্রশংসা করেছেন।

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় চৌগাছায় বিএনপির দোয়া মাহফিল,

চৌগাছায় পীর বলুর দেওয়ানের মেলায় অশ্লীল নৃত্যের দায়ে ৪ জন আটক

চৌগাছায় পীর বলুর দেওয়ানের মেলায় অশ্লীল নৃত্যের দায়ে ৪ জন আটক

আপডেট: ০৪:০০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

যশোরের চৌগাছা উপজেলার ঐতিহ্যবাহী হাজরাখানা পীর বলুর দেওয়ানের মেলায় মেয়ে সেজে অশ্লীল নাচ-গান পরিবেশনের অভিযোগে চার যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়।
রবিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি পুলিশ দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার হাজীপুর মুন্দিয়া গ্রামের শামীম হোসেন (২০), একই গ্রামের লিমন হোসেন (১৯), কালীগঞ্জের আগমুন্দিয়া গ্রামের রিফাত (১৯) এবং কাশিপুর গ্রামের সম্রাট হোসেন (২১)।
এরপর চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ তাসমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে শামীম ও লিমনকে পাঁচ দিন করে এবং রিফাত ও সম্রাটকে তিন দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
ওসি আনোয়ার হোসেন জানান, মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রথম থেকেই কঠোর নজরদারি বজায় রেখেছে। প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটলেও কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ বাহিনী তৎপর রয়েছে।
উল্লেখ্য, শত বছরের পুরোনো এই মেলাটি শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি এলাকার সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামাজিক মিলনমেলারও একটি গুরুত্বপূর্ণ অংশ। স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীর এই কঠোর পদক্ষেপের প্রশংসা করেছেন।