যশোরে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎকালীন ডিআইডি হারুন অর রশিদের ঘনিষ্ঠ সহযোগী পরিচয়ে ১৫ কোটি ৬৫ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকা আত্মসাৎ এবং চারটি প্রাইভেট কারের জাল কাগজপত্র তৈরির অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। রবিবার, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাহীনুজ্জামান নামের এক ফল ব্যবসায়ী এই মামলাটি দায়ের করেন।
মামলার আসামি হলেন কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আজিজুল হক, যিনি বর্তমানে ঢাকার মিরপুরে বসবাস করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বর্ণালী রানী মামলাটিকে এজাহার হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। মামলার বাদী পক্ষের আইনজীবী রুহিন বালুজ এই তথ্য নিশ্চিত করেছেন।
কীভাবে প্রতারণা?
মামলার বাদী শাহীনুজ্জামান, যিনি একজন ফল ব্যবসায়ী এবং ‘বাংলাদেশ ট্রান্সপোর্ট অ্যান্ড রেন্টাল কর্পোরেশন’-এর মালিক, অভিযোগ করেন যে ২০২২ সালে আজিজুল হক তার সঙ্গে ডিবি হারুনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচয় দেন। এমনকি তিনি ডিবি হারুনের সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক আছে বলেও জানান।
এই পরিচয়ের সূত্র ধরে, ডিবি হারুনের জন্য ড্রাগন ফল লাগবে বলে আজিজুল হক ২০২২ সালের ২৭ জুলাই একটি ৩০০ টাকার স্ট্যাম্পে শাহীনুজ্জামানের সঙ্গে চুক্তি করেন। এরপর প্রায় দুই বছর ধরে তিনি বাদীর কাছ থেকে মোট ১৫ কোটি ৯২ লাখ ৩৪ হাজার ৭৫০ টাকার ড্রাগন ফল নেন। কিন্তু এর বিপরীতে তিনি মাত্র ২৭ লাখ টাকা পরিশোধ করেন। বাকি টাকা না দিয়ে নানা অজুহাত দেখান এবং ডিবি হারুনের প্রভাব খাটানোর চেষ্টা করেন।
এছাড়া, আজিজুল হক বাদীর কাছ থেকে নগদ টাকায় চারটি পুরোনো গাড়ি কেনেন। পরে সেই গাড়িগুলো তিনি ভাড়া দেওয়া হয়েছে বলে দাবি করেন এবং এর জন্য জাল স্ট্যাম্প তৈরি করেন।
আগের মামলা এবং হুমকি
শাহীনুজ্জামান কোনোভাবেই টাকা আদায় করতে না পেরে চলতি বছরের ২ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আরেকটি মামলা করেছিলেন। সেই মামলায় চুয়াডাঙ্গা ডিবি পুলিশ তদন্ত করে অভিযোগের সত্যতা পায় এবং আদালতে প্রতিবেদন জমা দেয়। বর্তমানে মামলাটি চার্জ গঠনের পর্যায়ে রয়েছে।
এরই মধ্যে, ১২ সেপ্টেম্বর ঝিকরগাছার বিএম হাইস্কুল মাঠে দুই পক্ষের মধ্যে আপস-মীমাংসার জন্য আলোচনা শুরু হয়। সেই সময় আজিজুল হক পাওনা টাকা দেবেন না বলে জানিয়ে দেন এবং এ বিষয়ে বাড়াবাড়ি করলে শাহীনুজ্জামানকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যান।
এ ঘটনায় বাধ্য হয়ে তিনি যশোরের আদালতে নতুন এই মামলাটি দায়ের করেছেন।
০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম:
ডিবি হারুনের লোক পরিচয়ে ১৫ কোটি টাকা আত্মসাৎ, যশোরে মামলা
ডিবি হারুনের লোক পরিচয়ে ১৫ কোটি টাকা আত্মসাৎ, যশোরে মামলা
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৩:৪২:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- ৫৪৬
সর্বাধিক পঠিত















