ক্ষমতার অপব্যবহার এবং মিথ্যা তথ্য দিয়ে ১০ কাঠা জমি নেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। একইসঙ্গে ঢাকা মহানগর দায়রা জজ আদালত তার জামিন আবেদনও বাতিল করেছেন।
আদালতের আদেশ
বুধবার (১০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদন মঞ্জুর করে এই আদেশ দেন। সকালে কেরানীগঞ্জ কারাগার থেকে খায়রুল হককে আদালতে হাজির করা হয়। তার পক্ষে আইনজীবী মোনাইম নবী শাহিন জামিনের জন্য আবেদন করেন, কিন্তু দুদকের আইনজীবী হাফিজুর রহমান এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন এবং তাকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগ
দুদকের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন গত ৬ আগস্ট এই মামলাটি দায়ের করেন। মামলায় খায়রুল হকসহ মোট আটজনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের রাজধানীর নায়েম রোডে প্রায় ১৮ কাঠা জমির ওপর পৈতৃক বাড়ি থাকা সত্ত্বেও তিনি ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা তথ্য দিয়ে ১০ কাঠা প্লট নিজের নামে বরাদ্দ নেন। রাজউকের কর্মকর্তাদের সহায়তায় তিনি নির্ধারিত সময়ের মধ্যে সুদসহ কিস্তি পরিশোধ না করেও বরাদ্দ গ্রহণ করেন, যার ফলে সরকারের আর্থিক ক্ষতি হয় এবং ৪ লাখ ৭৪ হাজার ২৪০ টাকা আত্মসাৎ করা হয়।
পূর্বের গ্রেপ্তার
উল্লেখ্য, গত ২৪ জুলাই ধানমন্ডি থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ খায়রুল হককে গ্রেপ্তার করে। জুলাই আন্দোলনের সময় আবদুল কাইয়ুম আহাদ নামের এক যুবদল কর্মীকে হত্যার মামলায় আদালত তাকে কারাগারে পাঠান। ৩০ জুলাই আদালত তাকে সাত দিনের রিমান্ডে নেন, যার মধ্যে দুর্নীতি ও জাল রায়ের অভিযোগও অন্তর্ভুক্ত ছিল। তখন থেকেই তিনি কারাগারে আছেন।
০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম:
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে ১০ কাঠা জমি মামলায় গ্রেপ্তার, জামিন বাতিল
সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে ১০ কাঠা জমি মামলায় গ্রেপ্তার, জামিন বাতিল
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৪:৩১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
- ৫৩৯
সর্বাধিক পঠিত















