০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
যশোরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

যশোরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:১৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৩৫

যশোরে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর রিপন (৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তার পরিবার। নিহত রিপন যশোর কোতোয়ালি থানার আরবপুর ইউনিয়নের খোলাডাংগা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৩টার দিকে রিপন বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রোববার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে বাড়ির উঠানে রিপনকে গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন।
সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থা পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রেখেছে।

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় চৌগাছায় বিএনপির দোয়া মাহফিল,

যশোরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

যশোরে নিখোঁজের কয়েক ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার

আপডেট: ০৪:১৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

যশোরে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর রিপন (৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তার পরিবার। নিহত রিপন যশোর কোতোয়ালি থানার আরবপুর ইউনিয়নের খোলাডাংগা গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার (১৪ সেপ্টেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৩টার দিকে রিপন বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রোববার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে বাড়ির উঠানে রিপনকে গলায় লুঙ্গি পেঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন।
সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইন প্রয়োগকারী সংস্থা পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রেখেছে।