০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম: যশোরের ঝিকরগাছায় বাস-পিকআপ সংঘর্ষে পিকআপ চালক নিহত

যশোরের ঝিকরগাছায় বাস-পিকআপ সংঘর্ষে পিকআপ চালক নিহত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৩১

সোমবার ভোর ৫টার দিকে যশোরের ঝিকরগাছার পারবাজার এলাকায় একটি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক রুহুল কুদ্দুস (৩৮) নিহত হয়েছেন। রুহুল কুদ্দুস ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামের মৃত নেছার আলীর ছেলে।
ঝিকরগাছা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নয়ন বাবু জানান, বেনাপোলগামী শামীম এন্টারপ্রাইজের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১২-৩৬৯৩) ভুল করে বিপরীত লেনে চলে আসে এবং যশোরগামী একটি পিকআপকে (যশোর-ন ১১-০৩৯৮) সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক রুহুল কুদ্দুস মারা যান। দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে নাভারন হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
নাভারন হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান নিশ্চিত করেন যে, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ দুটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় চৌগাছায় বিএনপির দোয়া মাহফিল,

শিরোনাম: যশোরের ঝিকরগাছায় বাস-পিকআপ সংঘর্ষে পিকআপ চালক নিহত

যশোরের ঝিকরগাছায় বাস-পিকআপ সংঘর্ষে পিকআপ চালক নিহত

আপডেট: ০৪:০৭:০৩ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

সোমবার ভোর ৫টার দিকে যশোরের ঝিকরগাছার পারবাজার এলাকায় একটি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক রুহুল কুদ্দুস (৩৮) নিহত হয়েছেন। রুহুল কুদ্দুস ঝিকরগাছার বাঁকড়া ইউনিয়নের আলীপুর গ্রামের মৃত নেছার আলীর ছেলে।
ঝিকরগাছা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নয়ন বাবু জানান, বেনাপোলগামী শামীম এন্টারপ্রাইজের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১২-৩৬৯৩) ভুল করে বিপরীত লেনে চলে আসে এবং যশোরগামী একটি পিকআপকে (যশোর-ন ১১-০৩৯৮) সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক রুহুল কুদ্দুস মারা যান। দুর্ঘটনার পর বাসটির চালক ও হেলপার পালিয়ে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে নাভারন হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
নাভারন হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান নিশ্চিত করেন যে, দুর্ঘটনাকবলিত বাস ও পিকআপ দুটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।