যশোরের ঝিকরগাছা থেকে ৩২০ পিস ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৯৬ হাজার টাকা।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিবির একটি দল ঝিকরগাছা উপজেলার পটুয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেফতারকৃতরা হলেন:
* মো. বাবলু রহমান (৪৪): তার ট্রাউজারের পকেট থেকে ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি যশোর কোতোয়ালী মডেল থানার চাচড়া চেকপোস্ট এলাকার বাসিন্দা।
* মো. তরিকুল ইসলাম (৪৪): তার প্যান্টের পকেট থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি বেনাপোল পোর্ট থানার কাগমারী এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে এর আগেও মাদক সংক্রান্ত চারটি মামলা রয়েছে।
এই অভিযানে নেতৃত্ব দেন ডিবি যশোরের এসআই বাবলা দাস, এসআই কামাল হোসেন এবং এএসআই আলী মিয়াসহ সঙ্গীয় ফোর্স।
এ ঘটনায় এসআই বাবলা দাস বাদী হয়ে ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
০৫:৪০ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম:
ঝিকরগাছায় ৯৬ হাজার টাকার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
ঝিকরগাছায় ৯৬ হাজার টাকার ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
-
নিউজ ডেস্ক - আপডেট: ১০:৪৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- ৫২৯
সর্বাধিক পঠিত















