যশোরে পৃথক অভিযানে চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং হত্যা মামলার মূল আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে কোতোয়ালি মডেল থানা ও মণিরামপুর থানা পুলিশ তাদের আদালতে সোপর্দ করে।
কোতোয়ালি মডেল থানা পুলিশ জানায়, নড়াইলের কাঠালিয়াঘাট এলাকা থেকে আশিক আলী ওরফে সুজন (৩৫)কে গ্রেফতার করা হয়। আশিক দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত।
অন্যদিকে, মণিরামপুর থানা পুলিশ ভ্যানচালক মিন্টু হত্যা মামলার মূল আসামি সাব্বির হোসেন ওরফে বড় সাব্বির (৪০)কে হরিদাসকাটি ইউনিয়ন থেকে আটক করে। তার দেয়া তথ্যে মনিরামপুর সরকারি পাইলট স্কুলের পুকুর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
উল্লেখ্য, গত ২৮ আগস্ট চাঁদা না দেওয়ায় বড় সাব্বিরের নেতৃত্বে মিন্টু হোসেন ও তার পরিবারের ওপর হামলা চালানো হয়েছিল। গুরুতর আহত মিন্টু একদিন পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের পরিবার ও স্থানীয়রা গ্রেফতারকৃতদের সর্বোচ্চ শাস্তি দাবি করছেন।











