যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামে প্রেমিকার ঘরে প্রবেশের অভিযোগে এক কিশোরকে (১৬) গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাহাদুরপুর তেতুলতলা এলাকার এক কিশোরীর (১৫) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই কিশোরের। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে সে প্রেমিকার ঘরে প্রবেশ করলে কিশোরীর বাবা তা টের পান। পরে তিনি স্থানীয়দের ডাকেন এবং এলাকাবাসী কিশোরটিকে ধরে মারধর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, পুলিশ কিশোরটিকে হেফাজতে নিয়ে চিকিৎসা দিচ্ছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।











