রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ হামলায় ভবনের বেশ কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজের পর হঠাৎ একদল লোক মিছিলসহ এসে ভবনের নিচতলা থেকে পঞ্চম তলা পর্যন্ত ভাঙচুর চালায়। একপর্যায়ে তারা আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জলকামান ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই হামলাকারীরা সরে যায়।
প্রত্যক্ষদর্শী রিকশাচালক আক্কাস বলেন, “হঠাৎ একদল লোক আসলে পুলিশ বাধা দেয়। কিন্তু তারা বাধা না মেনে অফিসে হামলা চালায় এবং কিছুক্ষণ পর নিচতলায় আগুন লাগায়।”
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রেজাউল করিম ভূঁইয়া অভিযোগ করে বলেন, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ব্যানারসহ মিছিল নিয়ে এসে কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। তারা জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে স্লোগান দিতে দিতে এ হামলা চালায়।
তিনি আরও বলেন, “জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিয়েছে বলেই আমাদের নিষিদ্ধ করার দাবি তোলা হচ্ছে। অথচ যারা ছাত্রলীগ করে পরে এনসিপি করেছে, তাদের আগে নিষিদ্ধ হওয়া উচিত। প্রকৃতপক্ষে জাতীয় পার্টি আগামী নির্বাচনে বিরোধী দলে পরিণত হওয়ার সম্ভাবনা থাকায় এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে।”
এ বিষয়ে রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম বলেন, “হামলাকারীরা এসে আগুন লাগায়। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে জলকামান দিয়ে আগুন নিভিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”











