যশোরের বাঘারপাড়ায় চাঁদা না দেওয়ার জেরে ইজিবাইক চালক মুক্তার হোসেন ও তার ভাই নুর ইসলামকে হামলার অভিযোগ উঠেছে যুবদল নেতা পরিচয়দানকারী তাসকিনের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার হাসপাতাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মুক্তার হোসেন জানান, তিনি ইজিবাইক চালনার পাশাপাশি পাইকারি ফলের ব্যবসা করেন। দীর্ঘদিন ধরে তাসকিন তার কাছে চাঁদা দাবি করতেন। চাঁদা না দিলে রাস্তা দিয়ে চলাচল না দেওয়ার হুমকি দিতেও ছাড়তেন না। বৃহস্পতিবার রাতের ঘটনায় তাসকিন ও তার সহযোগীরা ৮–১০ জনে তাকে ও তার ভাইকে আটক করে চাঁদা দাবি করেন। প্রতিবাদ করলে রামদা, হাসুয়া ও ছুরি দিয়ে আঘাত করা হয়, নিহতের চেষ্টা চালানো হয়। স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
মুক্তার অভিযোগ, তাসকিনের বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। কিছুদিন মালয়েশিয়ায় থাকার পর ৫ আগস্ট দেশে ফেরার পর তিনি যুবদলের নাম ভাঙিয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, তাসকিনের আচরণে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অতিষ্ঠ। সম্প্রতি কয়েকজনকে মারপিট করার অভিযোগও উঠেছে। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এখলাজ হোসেন বলেন, “তাসকিনের যুবদলের কোনো পদ নেই। দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।”
অন্যদিকে, তাসকিন পাল্টা অভিযোগ করে বলেন, তিনি একজন ঠিকাদার। তার প্রতিষ্ঠান ‘তাসকিন এন্টারপ্রাইজ’। মুক্তার তার ম্যানেজারের কাছে চাঁদা দাবি করে, টাকা না পেয়ে তার প্রতিষ্ঠানে হামলা চালায়। তিনি সব অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছেন।
বাঘারপাড়া থানার ওসি তাইজুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।











