১২:৪১ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নওগাঁয় মাছের পোনা অবমুক্ত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নওগাঁয় মাছের পোনা অবমুক্ত

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৪:৪১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৭৯

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা বিএনপি ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ছোট যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত করে এ কার্যক্রমের সূচনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল কৃষি ও মৎস্য খাতের উন্নতির মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা। তাঁর সেই স্বপ্নকে ধারণ করেই আমরা প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত করেছি। এতে একদিকে নদী ও জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখা যাবে, অন্যদিকে দেশীয় মৎস্যসম্পদ বৃদ্ধির মাধ্যমে খাদ্য উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে।”

নেতারা আরও বলেন, এই ধরনের উদ্যোগ বিএনপির কর্মসূচিতে নতুন মাত্রা যোগ করবে এবং শহীদ জিয়াউর রহমানের আদর্শকে সাধারণ মানুষের মাঝে আরও ছড়িয়ে দিতে সহায়ক হবে।

সর্বাধিক পঠিত

পরিকল্পিত গণহত্যা: পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে শেখ হাসিনা,

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নওগাঁয় মাছের পোনা অবমুক্ত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নওগাঁয় মাছের পোনা অবমুক্ত

আপডেট: ০৪:৪১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলা বিএনপি ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ছোট যমুনা নদীতে মাছের পোনা অবমুক্ত করে এ কার্যক্রমের সূচনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু, সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

এ সময় আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল কৃষি ও মৎস্য খাতের উন্নতির মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা। তাঁর সেই স্বপ্নকে ধারণ করেই আমরা প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত করেছি। এতে একদিকে নদী ও জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখা যাবে, অন্যদিকে দেশীয় মৎস্যসম্পদ বৃদ্ধির মাধ্যমে খাদ্য উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে।”

নেতারা আরও বলেন, এই ধরনের উদ্যোগ বিএনপির কর্মসূচিতে নতুন মাত্রা যোগ করবে এবং শহীদ জিয়াউর রহমানের আদর্শকে সাধারণ মানুষের মাঝে আরও ছড়িয়ে দিতে সহায়ক হবে।