ঘটনার পর থানায় মামলা, অভিযানে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী
যশোরের রাজারহাট এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে সিআইডি যশোর জোনের একটি টিম হামলার শিকার হয়েছে। এ ঘটনায় শহীদুল ইসলাম নামে এক কনস্টেবল আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে মাদকের একটি বড় চালান সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে সিআইডির একটি টিম অভিযান চালায়। অভিযানে কয়েকজন অফিসার ও কনস্টেবল অংশ নেন। রাজারহাট এলাকায় মাদক ব্যবসায়ীদের কয়েকটি ডেরায় অভিযান চালানোর সময় তারা উল্টো সিআইডি সদস্যদের ওপর ধাওয়া চালায়।
হামলায় কনস্টেবল শহীদুল ইসলাম আহত হলে সহকর্মীরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় সিআইডির পক্ষ থেকে যশোর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
এদিকে হামলার পর মাদক ব্যবসায়ীদের আটকের জন্য কোতোয়ালি থানা পুলিশ ও সিআইডির একাধিক টিম এলাকায় অভিযান চালাচ্ছে।
সিআইডির ইন্সপেক্টর তুষার জানান, তিনি বর্তমানে বাইরে অবস্থান করলেও ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। তিনি বলেন, “মাদক কারবারিদের এই হামলা ও অপতৎপরতার বিষয়ে আমাদের সিনিয়র অফিসাররাও অবগত আছেন। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।”











