নিজস্ব প্রতিবেদক :
বাগেরহাট জেলা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আবু কামাল’র বিরুদ্ধে নিহত জুলাই যোদ্ধাদের সমাধিতে ফুল দেওয়ায় ব্যঙ্গ করার অভিযোগ উঠেছে। একই সাথে প্রকল্পের অনিয়মের অভযোগ রয়েছে।
জানাযায়, শেখ হেলাল ও তার ছেলে শেখ তন্ময়ের আস্থাভাজন ছিলেন আবু কামাল। তাদের নিদেষে বিভিন্ন অনিয়ম করেছেন তিনি। আর এ সখ্যতা কারণে শেখ পরিবারে পুরস্কার স্বরুপ ২০২০ সালে বাগেরহাট জেলা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক বানানো হয়। আর তারপর থেকে পিছনে ফিরে দেখতে হয়নি। যখন যা মনে চেয়েছে; তিনি তাই তখন করেছেন। তিনি বে-নামে সম্পত্তি গড়েছে। এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি দখল করার অভিযোগ থাকলেও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অজ্ঞাত কারনে তার বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে অধিদপ্তরটিতে আবু কামালকে নিয়ে চলছে নানান আলোচনা।
নাম না প্রকাশে স্থানীয় সরকার দুই জন কর্মকর্তা বলেন, নিহত জুলাই যোদ্ধাদের সমাধিতে ফুল দেয়া হয়। আর ফুল দেয়ার কারণে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) বাগেরহাট অবকাঠামো উন্নয়নের পিডি আবু কামাল ব্যঙ্গ করে ফেসবুকে বাজে মন্তব্যে করেন। এছাড়া তার বিরুদ্ধে প্রকল্পের কেনাকাটার অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি দখলের অভিযোগ রয়েছে। শেখ পরিবার পালালেও কামাল এখনও অপকর্ম চালিয়ে যাচ্ছে।
বাগেরহাট জেলা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আবু কামালকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
০৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
শিরোনাম:
বাগেরহাট উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আবু কামাল’র বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
-
নিউজ ডেস্ক
- আপডেট: ০৮:২৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- ৫০৮
সর্বাধিক পঠিত