নিজস্ব প্রতিবেদক:
যশোর এর শার্শায় বাংলাদেশ মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকাল ৫ টার সময় শার্শা অডিটরিয়মে জাতিয়তাবাদী মহিলা দল শার্শা উপজেলা শাখা আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা মহিলা বাংলাদেশ জাতিয়তাবাদি মহিলা দলের যশোর জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান।
প্রধান অতিথি দেলোয়ার হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা কথা বলতে পারিনি এবং কোথাও মিলিত হয়ে সভা -সমাবেশ, মিটিং এমন কি ৩/৫ মিলে চা চক্রের আয়োজন ও করতে পারিনি ঐ জালিম ফ্যাসিস্ট দোসরদের কারণে।
এখন সময় এসেছে সবাই ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত মিলিয়ে ধানের শীষের পতাকা তলে তথা বেগম খালেদা জিয়ার হাত কে শক্তিশালী করতে আমরা বিএনপির কর্মসূচি আবারও সুচারুভাবে সম্পন্ন করতে একমত।আসুন নারী সমাজের অধিকার ও নারী জাগরণের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় বসার সুযোগ করে দেয়।
সমাবেশে আরো বক্তব্য রাখেন যশোর ৮৫ শার্শা -১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান লিটন।
মহিলা দলের নেত্রীদের মধ্যে বক্তব্য রাখেন,যশোর জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক শামসুন্নাহার পান্না, রাফাত আরা জলি, সাংগঠনিক সম্পাদক নাহিদা আক্তার, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৌলুদা পারভীন ও সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার পারভীন। এসময় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম, সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: আল মামুন বাবলু,
কৃষক দলের সভাপতি মো. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: সাখাওয়াত হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: রাকিবুল ইসলাম রিপন, সদস্য সচিব সেলিম হোসেন আশা, সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াছি উদ্দিন জিন্নাহ, ছাত্রদলের আহ্বায়ক মো. শরীফুল ইসলাম চয়ন, সদস্য সচিব মো. সবুজ হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর প্রমুখ।
সমাবেশে শার্শা উপজেলা মহিলা দলের প্রয়াত সভাপতি নূরজাহান রিনার স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত নেতাকর্মী।











