বেনাপোল প্রতিনিধি: ভারতে যাওয়ার সময় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে একাধিক মামলার আসামি মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুর সামাদ আজাদকে (৩১) আটক করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।
বুধবার (২৩ জুলাই) সকালে তাকে আটক করা হয়।
আটক আসামি আজাদ, পিতাঃ আকিব আলী গ্রামঃ মোস্তফাপুর ওয়ার্ড নং-০৪, পোস্টঃ মৌলভীবাজার থানা+জেলাঃ মৌলভীবাজার।
তার পাসপোর্ট নাম্বার (A13959192)
ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদে জানা যায়, একজন আওয়ামী লীগ নেতা ভারতে যাবেন। এমন খবরে ইমিগ্রেশনে নজরদারি বাড়ানো হয়। এসময় ওই ব্যক্তি পাসপোর্টটি ডেস্কে জমা দিলে তার পাসপোর্টটি স্টাপলিস্ট থাকার কারণে তাকে আটক করা হয়। সে মেডিকেল ভিসায় ভারতে গমনের চেষ্টা করছিল। তার নামে একাধিক মামলা রয়েছে।
আটকের পর তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে ইমিগ্রেশন পুলিশ।
















