১০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

সিআর মামলা মিথ্যা, উল্টো দুই কোটি টাকার মানহানি মামলা

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৮:৪৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ৫৩৯

নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছায় এক ব্যবসায়ীর বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা মিথ্যা হওয়ায় উল্টো দুই কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। সার ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টু আদালতে এ মানহানি মামলা করেন।
মামলায় আসামীরা হলেন, স্বরুপদাহ গ্রামের রবিউল ইসলাম ও তার ছেলে সোহেল আহমেদ, আরাফ আলীর ছেলে টিপু সুলতান।
মামলার তদন্ত প্রতিবেদনে চৌগাছা থানার ইন্সপেক্টর (তদন্ত) জিল্লুর রহমান উল্লেখ করেন, বাদী আতিকুর রহমান লেন্টু বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সারের ডিলার। বাদী স্থানীয়ভাবে বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত।
১নং আসামী রবিউল ইসলাম সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্যমূলক ভাবে বাদীর বিরুদ্ধে বিজ্ঞ চৌগাছা আমলী আদালতে দন্ডবিধি আইনের ৩৭৯/৪৬৫/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারায় একটি সিআর মামলা দায়েন করেন, যাহার নং-৪৭৩/২০২৪। তদন্ত শেষে আর এ মামলার ঘটনা সম্পূর্ণ মিথ্যা এবং অত্র বাদীর বিরুদ্ধে আনীত ৩৭৯/৪৬৫/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ দন্ডবিধি ধারার অভিযোগের কোন প্রমাণ নেই।
এদিকে তিনি প্রতিবেদনের আরও উল্লেখ করেন, আসামীগণ আতিকুর রহমান লেন্টুর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সম্মানহানি করায় আদালতে মানহানির মামলা করেন তিনি। বিজ্ঞ আদালত বাদীর অভিযোগটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। মামলার আসামী রবিউল ইসলাম ও তার ছেলে সোহেল আহমেদ, টিপু সুলতানের বিরুদ্ধে পেনাল কোড আইনের ৫০০/৫০১/১০৯ ধারার অপরাধ প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। সত্যতা প্রমাণিত হওয়ায় উল্লেখিত আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অত্র তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।

সর্বাধিক পঠিত

পরিকল্পিত গণহত্যা: পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে শেখ হাসিনা,

সিআর মামলা মিথ্যা, উল্টো দুই কোটি টাকার মানহানি মামলা

আপডেট: ০৮:৪৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক : যশোরের চৌগাছায় এক ব্যবসায়ীর বিরুদ্ধে চেক ডিজঅনার মামলা মিথ্যা হওয়ায় উল্টো দুই কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। সার ব্যবসায়ী আতিকুর রহমান লেন্টু আদালতে এ মানহানি মামলা করেন।
মামলায় আসামীরা হলেন, স্বরুপদাহ গ্রামের রবিউল ইসলাম ও তার ছেলে সোহেল আহমেদ, আরাফ আলীর ছেলে টিপু সুলতান।
মামলার তদন্ত প্রতিবেদনে চৌগাছা থানার ইন্সপেক্টর (তদন্ত) জিল্লুর রহমান উল্লেখ করেন, বাদী আতিকুর রহমান লেন্টু বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সারের ডিলার। বাদী স্থানীয়ভাবে বিভিন্ন সামাজিক কাজের সাথে জড়িত।
১নং আসামী রবিউল ইসলাম সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্যমূলক ভাবে বাদীর বিরুদ্ধে বিজ্ঞ চৌগাছা আমলী আদালতে দন্ডবিধি আইনের ৩৭৯/৪৬৫/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারায় একটি সিআর মামলা দায়েন করেন, যাহার নং-৪৭৩/২০২৪। তদন্ত শেষে আর এ মামলার ঘটনা সম্পূর্ণ মিথ্যা এবং অত্র বাদীর বিরুদ্ধে আনীত ৩৭৯/৪৬৫/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ দন্ডবিধি ধারার অভিযোগের কোন প্রমাণ নেই।
এদিকে তিনি প্রতিবেদনের আরও উল্লেখ করেন, আসামীগণ আতিকুর রহমান লেন্টুর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে সম্মানহানি করায় আদালতে মানহানির মামলা করেন তিনি। বিজ্ঞ আদালত বাদীর অভিযোগটি আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। মামলার আসামী রবিউল ইসলাম ও তার ছেলে সোহেল আহমেদ, টিপু সুলতানের বিরুদ্ধে পেনাল কোড আইনের ৫০০/৫০১/১০৯ ধারার অপরাধ প্রাথমিকভাবে সত্যতা পাওয়া গেছে। সত্যতা প্রমাণিত হওয়ায় উল্লেখিত আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অত্র তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে।