০৪:৫০ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

শার্শায় বিএনপি নেতা নুরুজ্জামান লিটনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০২:৫৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৫১২

নিজস্ব প্রতিবেদক:
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান লিটনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে যশোর জেলা বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন খোকনের স্বাক্ষরিত এ নোটিশ ১ ডিসেম্বর পাঠানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়
গত ২৫ নভেম্বর শার্শার বিভিন্ন বাজার এলাকায় মোটরসাইকেল মহড়া, কাফনের কাপড় পরে সড়কে শুয়ে পড়া এবং উত্তেজনাকর প্রদর্শনীসহ একাধিক কর্মসূচি পরিচালনা করেন নুরুজ্জামান লিটন। একই সঙ্গে দলের মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে সভা-সমাবেশ করায় তাকে দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এসব কর্মকাণ্ডকে বিএনপি দলীয় শৃঙ্খলাভঙ্গ হিসেবে উল্লেখ করেছে।

নোটিশে আরও বলা হয়, কেন্দ্রীয় ও জেলা নির্দেশনা উপেক্ষা করে লিটন পরবর্তী সময়েও একই ধরনের কার্যক্রম পরিচালনা করেন। তাই তাকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বিষয়টি জানতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কারণ দর্শানোর নোটিশ জারির বিষয়টি নিশ্চিত করেন।

অন্যদিকে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,
আমি শুনেছি, তবে এখনো চিঠিটি হাতে পাইনি।

সর্বাধিক পঠিত

প্রেমিকের মৃতদেহকেই বিয়ে করে খুনিদের ফাঁসি চাইলেন প্রেমিকা

শার্শায় বিএনপি নেতা নুরুজ্জামান লিটনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আপডেট: ০২:৫৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক:
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান লিটনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে যশোর জেলা বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন খোকনের স্বাক্ষরিত এ নোটিশ ১ ডিসেম্বর পাঠানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়
গত ২৫ নভেম্বর শার্শার বিভিন্ন বাজার এলাকায় মোটরসাইকেল মহড়া, কাফনের কাপড় পরে সড়কে শুয়ে পড়া এবং উত্তেজনাকর প্রদর্শনীসহ একাধিক কর্মসূচি পরিচালনা করেন নুরুজ্জামান লিটন। একই সঙ্গে দলের মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে সভা-সমাবেশ করায় তাকে দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এসব কর্মকাণ্ডকে বিএনপি দলীয় শৃঙ্খলাভঙ্গ হিসেবে উল্লেখ করেছে।

নোটিশে আরও বলা হয়, কেন্দ্রীয় ও জেলা নির্দেশনা উপেক্ষা করে লিটন পরবর্তী সময়েও একই ধরনের কার্যক্রম পরিচালনা করেন। তাই তাকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বিষয়টি জানতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কারণ দর্শানোর নোটিশ জারির বিষয়টি নিশ্চিত করেন।

অন্যদিকে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,
আমি শুনেছি, তবে এখনো চিঠিটি হাতে পাইনি।