যশোরে পুলিশ সাইফুল ইসলাম ওরফে আরিফুর রহমান সোহেল (৩২) নামে এক ব্যক্তিকে আটক করেছে। তার কাছ থেকে ভারতীয় মোবাইল সিম, ব্যাংকের ভিসা কার্ড, মেট্রোরেলের স্মার্ট কার্ডসহ বিভিন্ন সন্দেহভাজন সামগ্রী উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, তিনি ভারতীয় গুপ্তচর কার্যক্রমে জড়িত থাকতে পারেন।
আটক সাইফুল ইসলাম ময়মনসিংহ সদর উপজেলার সম্ভুগঞ্জ এলাকার মৃত মাইনুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামে বসবাস করেন।
পুলিশের একটি সূত্র জানায়, কোতোয়ালি থানার এসআই মো. মোফাজ্জেল হোসেন বৃহস্পতিবার দুপুরে যশোর টাউন হল মাঠ থেকে তাকে আটক করেন। তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ২৬টি মোবাইল ফোনের সিমকার্ড (যার মধ্যে ১টি ভারতীয়), ভারতীয় মেট্রোরেলের স্মার্ট কার্ড, ভারতীয় গ্লোবাল ভিসা কার্ড, ভারতীয় ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি সহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়।
ডিবি পুলিশের এসআই শেখ আবু হাসান জানান, আটক ব্যক্তি প্রথমে নিজের নাম সাইফুল ইসলাম দাবি করেন। তবে স্থানীয়দের খোঁজে দেখা গেছে, ওই নামে কেউ তাকে চেনে না। পরে যশোরের একজন ইজিবাইক চালকের মাধ্যমে তার প্রকৃত নাম সোহেল এবং ঠিকানা শনাক্ত করা হয়। স্বজনদের যোগাযোগে অনুরোধ করা হলেও কেউ আসেননি। এ কারণে তাকে সন্দেহভাজন হিসেবে ধারা ৫৪ অনুযায়ী আটক দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।















