০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
মণিরামপুরে শিয়ালের কামড়ে কিশোরের মৃত্যু

মণিরামপুরে শিয়ালের কামড়ে কিশোরের মৃত্যু

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:১৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৩৫

যশোরের মণিরামপুরে শিয়ালের কামড়ে আক্রান্ত হয়ে সাগর হোসেন (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে পৌর এলাকার জয়নগর গ্রামের গফফার হোসেনের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে সাগরকে একটি শিয়াল হাচড়ে দেয়। তবে সে বিষয়টি গোপন রেখে কোনো চিকিৎসা নেয়নি। গত সোমবার জ্বরে আক্রান্ত হলে পরিবারকে ঘটনা জানায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, কিন্তু উন্নত চিকিৎসার জন্য খুলনা হাসপাতালে পাঠানো হলেও সেখানেও ভর্তি নেওয়া হয়নি। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফেরার পর বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে তার মৃত্যু হয়।

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ কুমার বসু বলেন, শিয়াল, কুকুর বা বন্য প্রাণীর কামড় বা হাচড়াকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। এতে জলাতঙ্কের ঝুঁকি থাকে, যার কোনো চিকিৎসা নেই। তাই এ ধরনের আঘাতের পরপরই ক্ষতস্থান কমপক্ষে ১৫ মিনিট সাবান ও পানি দিয়ে ধুয়ে দ্রুত হাসপাতালে গিয়ে র‍্যাবিস ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেন তিনি।

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার শারীরিক অবস্থার সামান্য উন্নতি, তবুও ঝুঁকি কাটেনি

মণিরামপুরে শিয়ালের কামড়ে কিশোরের মৃত্যু

মণিরামপুরে শিয়ালের কামড়ে কিশোরের মৃত্যু

আপডেট: ১১:১৪:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

যশোরের মণিরামপুরে শিয়ালের কামড়ে আক্রান্ত হয়ে সাগর হোসেন (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে পৌর এলাকার জয়নগর গ্রামের গফফার হোসেনের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে সাগরকে একটি শিয়াল হাচড়ে দেয়। তবে সে বিষয়টি গোপন রেখে কোনো চিকিৎসা নেয়নি। গত সোমবার জ্বরে আক্রান্ত হলে পরিবারকে ঘটনা জানায়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, কিন্তু উন্নত চিকিৎসার জন্য খুলনা হাসপাতালে পাঠানো হলেও সেখানেও ভর্তি নেওয়া হয়নি। মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফেরার পর বুধবার (১০ সেপ্টেম্বর) ভোরে তার মৃত্যু হয়।

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ কুমার বসু বলেন, শিয়াল, কুকুর বা বন্য প্রাণীর কামড় বা হাচড়াকে কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। এতে জলাতঙ্কের ঝুঁকি থাকে, যার কোনো চিকিৎসা নেই। তাই এ ধরনের আঘাতের পরপরই ক্ষতস্থান কমপক্ষে ১৫ মিনিট সাবান ও পানি দিয়ে ধুয়ে দ্রুত হাসপাতালে গিয়ে র‍্যাবিস ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেন তিনি।