০৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত, সবার আগে ধানের শীষ’: ঐক্যের বার্তা ও কড়া হুঁশিয়ারি বিএনপির

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:১৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • ৫০৬

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের সিদ্ধান্তই যে দলের জন্য চূড়ান্ত, সেই বার্তা পুনর্ব্যক্ত করে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার কঠোর নির্দেশনা দিয়েছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। একইসঙ্গে দলীয় প্রতীকের বিরোধিতা করলে সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
সম্প্রতি স্থানীয় রাজনৈতিক কর্মসূচিতে বক্তৃতাকালে নেতৃবৃন্দ দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও প্রতীকের প্রতি পূর্ণ আনুগত্যের বিষয়ে এই কঠোর বার্তা দেন।
ধানের শীষের বিকল্প নেই
নেতৃবৃন্দ জোর দিয়ে বলেছেন, “সবার আগে প্রতীক, সবার আগে ধানের শীষ। ধানের শীষের বিকল্প কোনো প্রতীক নেই।”
তাদের মতে, দলের সকল স্তরের নেতাকর্মীদের এই মুহূর্তে উচিত ব্যক্তিগত ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করা এবং দলের হাইকমান্ডের সিদ্ধান্তকে সম্মান জানানো।
কঠোর সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি
এই ঐক্যের বার্তা দেওয়ার পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়েও কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
নেতৃবৃন্দ স্পষ্টভাবে জানিয়ে দেন, “ধানের শীষের বিপক্ষে অবস্থান করলে, দল তার জায়গা থেকে ব্যবস্থা গ্রহণ করবে এটাই স্বাভাবিক।” এর মাধ্যমে দলীয় সিদ্ধান্ত এবং মনোনীত প্রতীকের প্রতি আনুগত্য বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়েছে।

সর্বাধিক পঠিত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় চৌগাছায় বিএনপির দোয়া মাহফিল,

তারেক রহমানের সিদ্ধান্তই চূড়ান্ত, সবার আগে ধানের শীষ’: ঐক্যের বার্তা ও কড়া হুঁশিয়ারি বিএনপির

আপডেট: ০৩:১৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের সিদ্ধান্তই যে দলের জন্য চূড়ান্ত, সেই বার্তা পুনর্ব্যক্ত করে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার কঠোর নির্দেশনা দিয়েছেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। একইসঙ্গে দলীয় প্রতীকের বিরোধিতা করলে সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
সম্প্রতি স্থানীয় রাজনৈতিক কর্মসূচিতে বক্তৃতাকালে নেতৃবৃন্দ দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও প্রতীকের প্রতি পূর্ণ আনুগত্যের বিষয়ে এই কঠোর বার্তা দেন।
ধানের শীষের বিকল্প নেই
নেতৃবৃন্দ জোর দিয়ে বলেছেন, “সবার আগে প্রতীক, সবার আগে ধানের শীষ। ধানের শীষের বিকল্প কোনো প্রতীক নেই।”
তাদের মতে, দলের সকল স্তরের নেতাকর্মীদের এই মুহূর্তে উচিত ব্যক্তিগত ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করা এবং দলের হাইকমান্ডের সিদ্ধান্তকে সম্মান জানানো।
কঠোর সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি
এই ঐক্যের বার্তা দেওয়ার পাশাপাশি দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়েও কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
নেতৃবৃন্দ স্পষ্টভাবে জানিয়ে দেন, “ধানের শীষের বিপক্ষে অবস্থান করলে, দল তার জায়গা থেকে ব্যবস্থা গ্রহণ করবে এটাই স্বাভাবিক।” এর মাধ্যমে দলীয় সিদ্ধান্ত এবং মনোনীত প্রতীকের প্রতি আনুগত্য বজায় রাখার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করা হয়েছে।