যশোরের মণিরামপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে শিমুল রায় (২২) নামের এক যুবকের বিশেষ অঙ্গে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তারই চাচা, চাচি ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।
শনিবার (৩০ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার লেবুগাতি ইউনিয়নের হরিদাসকাঠি গ্রামে এই ঘটনাটি ঘটেআহত শিমুল রায় শিবপদ রায়ের ছেলে। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় যশোর সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
আভিযোগ ওঠা ব্যক্তিরা হলেন:
* গবিন্দ রায় (৫০) (শিমুলের চাচা)
* ববিতা রায় (৪০) (শিমুলের চাচি)
* প্রান্ত রায় (২৩) (শিমুলের চাচাতো ভাই)
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে শিমুলের সঙ্গে তার চাচাদের বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে এই বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা শিমুলকে ঘরে ডেকে নিয়ে মারধর শুরু করেন।
একপর্যায়ে চাচাতো ভাই প্রান্ত রায় হাতের ধারালো দা দিয়ে শিমুলের বিশেষ অঙ্গ কেটে ফেলার উদ্দেশ্যে আঘাত করেন। শিমুল আত্মরক্ষার চেষ্টা করলে জোরাজুরির মধ্যে তার বিশেষ অঙ্গে গুরুতর জখম হয়।
শিমুলের চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসকের বক্তব্য
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আঘাতটি অত্যন্ত সংবেদনশীল স্থানে হওয়ায় আহত শিমুল রায়কে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
০৯:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম:
মনিরামপুরে ভাতিজার গোপনাঙ্গ কেটে দেওয়ার চেষ্টা,চাচার বিরুদ্ধে
-
নিউজ ডেস্ক - আপডেট: ০৮:১০:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- ৫০৯
সর্বাধিক পঠিত










