০৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

বাউল আবুল সরকারের কঠোর শাস্তি দাবি (গণঅধিকার পরিষদের রাশেদ খাঁন)

  • সেন্ট্রাল ডেস্ক নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:২৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
  • ৫১২

ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার হওয়া বাউল শিল্পী আবুল সরকারের মুক্তি নয়, বরং তার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই দাবি জানান।
রাশেদ খাঁন স্পষ্ট করে বলেন, শিল্পীরা তাদের শিল্পচর্চায় স্বাধীন হলেও আল্লাহ, ইসলাম বা অন্য কোনো ধর্ম নিয়ে কটূক্তি করার অধিকার কারও নেই।

> “বাউল আবুল সরকারের বক্তব্য একটু আগে শুনলাম। সে ইচ্ছাকৃতভাবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যেই এমন কটূক্তি করেছে। আপনি শিল্পী, আপনার শিল্পচর্চায় কেউ বাধা দেবে না; কিন্তু ধর্ম নিয়ে কটূক্তি করার অধিকার আপনার নেই। এমনকি হিন্দু ধর্ম এবং হিন্দুধর্মাবলম্বীদের নিয়েও কটূক্তির অধিকার কারও নেই।”

তিনি আরও বলেন, দেশে সবাই স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে, কিন্তু ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করার অধিকার কারও নেই। যারা আবুল সরকারের মুক্তি দাবি করছেন, তাদের আগে তার বিতর্কিত বক্তব্য শোনা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের মতে, আবুল সরকারের মন্তব্য সমগ্র মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছে।
তিনি দাবি করেন, “বাংলাদেশের আইন অনুযায়ী তার যথাযথ শাস্তি হলে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস পাবে না। আমরা সমাজে শান্তি চাই; ধর্ম নিয়ে বিভাজন বা বিতর্ক চাই না।

সর্বাধিক পঠিত

পরিকল্পিত গণহত্যা: পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্যে শেখ হাসিনা,

বাউল আবুল সরকারের কঠোর শাস্তি দাবি (গণঅধিকার পরিষদের রাশেদ খাঁন)

আপডেট: ০৩:২৬:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার হওয়া বাউল শিল্পী আবুল সরকারের মুক্তি নয়, বরং তার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খাঁন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই দাবি জানান।
রাশেদ খাঁন স্পষ্ট করে বলেন, শিল্পীরা তাদের শিল্পচর্চায় স্বাধীন হলেও আল্লাহ, ইসলাম বা অন্য কোনো ধর্ম নিয়ে কটূক্তি করার অধিকার কারও নেই।

> “বাউল আবুল সরকারের বক্তব্য একটু আগে শুনলাম। সে ইচ্ছাকৃতভাবে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যেই এমন কটূক্তি করেছে। আপনি শিল্পী, আপনার শিল্পচর্চায় কেউ বাধা দেবে না; কিন্তু ধর্ম নিয়ে কটূক্তি করার অধিকার আপনার নেই। এমনকি হিন্দু ধর্ম এবং হিন্দুধর্মাবলম্বীদের নিয়েও কটূক্তির অধিকার কারও নেই।”

তিনি আরও বলেন, দেশে সবাই স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারে, কিন্তু ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করার অধিকার কারও নেই। যারা আবুল সরকারের মুক্তি দাবি করছেন, তাদের আগে তার বিতর্কিত বক্তব্য শোনা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের মতে, আবুল সরকারের মন্তব্য সমগ্র মুসলিম সমাজের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করেছে।
তিনি দাবি করেন, “বাংলাদেশের আইন অনুযায়ী তার যথাযথ শাস্তি হলে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস পাবে না। আমরা সমাজে শান্তি চাই; ধর্ম নিয়ে বিভাজন বা বিতর্ক চাই না।