নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সালমা আক্তারের বিরুদ্ধে প্রায় ৫ কোটি টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাতের অভিযোগ উঠেছে। তিনি ৩১ মাস অধ্যক্ষের দায়িত্বে থাকাকালীন সময়ে বিভিন্ন আর্থিক অনিয়ম করেন। ২০২৩ সালে শিক্ষা মন্ত্রণালয়ের এক তদন্ত প্রতিবেদনে তার এই দুর্নীতির চিত্র উঠে এসেছে।
অভিযোগগুলো কী কী?
প্রফেসর সালমা আক্তার মোট ২২টি খাত থেকে অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
* অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি: দ্বাদশ শ্রেণির বিজ্ঞান শাখায় আসন সংখ্যার চেয়ে ২৩৭ জন অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করে প্রায় এক কোটি টাকা আত্মসাৎ।
* ফান্ড তছরুপ: শিক্ষার্থীদের খেলাধুলা, উন্নয়ন, বিজ্ঞান ক্লাব, লাইব্রেরি, রোভার্স, ম্যাগাজিন, আইটি, রেড ক্রিসেন্ট এবং চিকিৎসা তহবিলের মতো বিভিন্ন খাত থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ।
* গাছ বিক্রি ও পুকুর লিজ: বন বিভাগের অনুমতি ছাড়াই গাছ কেটে বিক্রি এবং কলেজ পুকুর ছাত্রলীগ নেতাদের লিজ দেওয়া।
* কর্মচারী হয়রানি: একজন জুনিয়র শিক্ষকের ৫৯ হাজার টাকা সম্মানী আত্মসাৎ এবং তাকে ছাত্রদল ও শিবির তকমা দিয়ে হয়রানি।
তদন্তে বাধা ও পট পরিবর্তন
২০২২ সালে কলেজের একজন শিক্ষক, মো. আব্দুর রাজ্জাক, সালমা আক্তারের বিরুদ্ধে ২৫টি অভিযোগ তোলেন। তৎকালীন শিক্ষা সচিব ২০২৩ সালে তদন্তের নির্দেশ দিলেও, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক তা আটকে দেন। বরং অভিযোগকারী শিক্ষক আব্দুর রাজ্জাককে হয়রানি করে বদলি করা হয়। এরপর সরকারের পট পরিবর্তনের পর নতুন মহাপরিচালক পুনরায় তদন্তের নির্দেশ দেন এবং এতেই দুর্নীতির প্রকৃত চিত্র প্রকাশ পায়।
ওবায়দুল কাদেরের তদবিরের অভিযোগ
এক প্রতিবেদনে জানানো হয়, এই দুর্নীতির বিষয়ে পূর্বে দুদক তদন্ত শুরু করলেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের তদবিরে তা ধামাচাপা দেওয়া হয়েছিল। একজন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, দুদক সঠিকভাবে তদন্ত করলে সালমা আক্তার এতদিনে জেলে থাকতেন।
বর্তমানে অবসরোত্তর ছুটিতে থাকা সালমা আক্তারের সঙ্গে তার মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে যোগাযোগ করা সম্ভব হয়নি। এই দুর্নীতির ঘটনায় শিক্ষা মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
শিরোনাম:
নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে ৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগ
নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে ৫ কোটি টাকার দুর্নীতির অভিযোগ
-
নিউজ ডেস্ক - আপডেট: ১০:৫৭:০১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- ৫৫৪
সর্বাধিক পঠিত
















