যশোরের অভয়নগরে সন্ত্রাসীদের গুলিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন শামীম শেখ (২০)। বৃহস্পতিবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শামীম শেখ উপজেলার শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামের ওহিদুল শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে শুভরাড়া ইউনিয়নের আশফাক উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বসে মোবাইল ফোনে গেম খেলছিলেন শামীম শেখসহ আরও কয়েকজন যুবক। এসময় দুর্বৃত্তরা আকস্মিকভাবে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে শামীম শেখের কপালের বাম পাশে একটি গুলি বিদ্ধ হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ঢাকায় পাঠান। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।
অভয়নগর থানার ওসি মো. রবিউল ইসলাম জানান, নিহত শামীম শেখ চরমপন্থী দলের সক্রিয় সদস্য ছিলেন। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।











