ঝিনাইদহের কেশবপুর গ্রাম থেকে তোয়াজ উদ্দিন শেখ নামে এক ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে উপজেলার মহারাজপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের নিজ বাড়ি থেকে তার দেহ উদ্ধার করা হয়। নিহত তোয়াজ ওই গ্রামের হারিস আলী শেখের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, বুধবার বিকেলে তোয়াজ উদ্দিনের বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে তারা পুলিশকে অবহিত করেন। পুলিশ আসার আগেই স্বজনরা জানালার মাধ্যমে মরদেহ দেখতে পান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে। মৃতদেহে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে পুলিশ এই ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে ধরছে।
নিহত তোয়াজ উদ্দিন শেখ সাত দিন আগে ঢাকা থেকে নিজ গ্রামে ফিরে আসেন। স্ত্রী ও সন্তান না থাকায় তিনি একা বসবাস করতেন। শেষবার গত সোমবার গ্রামের অনেকের সঙ্গে দেখা হয়। এরপর থেকে তিনি আর কেউকে দেখা দেননি।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, “হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড মনে হচ্ছে। সুরতহাল শেষে মরদেহ মর্গে পাঠানো হবে। তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন করা হবে।”











